আমাদের বিদ্যালয়ের ইতিহাস ঐতিহ্য

__মোহাম্মদ আবদুল হক সিরাজী, উপাধ্যক্ষ

ইসলামী শিক্ষা বিস্তারে চির স্মরণীয় মাদরাসা সমূহের অন্যতম আমাদের সুফিয়া নূরিয়া ফাজিল মাদরাসা। হাজার হাজার আলেমের সুতিকাগার হিসেবে পরিচিত ও খ্যাত এই মাদরাসা। ধনী ইলম শিক্ষা ও প্রশিক্ষণ মানে এই মাদ্‌রাসার অবদান সর্বজন স্বীকৃত। বর্তমান প্রজন্মের অনেকে এই মাদরাসা প্রতিষ্ঠার ইতিহাস সম্পর্কে আর নয়। বর্তমান প্রবন্ধে মাদরাসার অতীত ও বর্তমান অবস্থা ।

প্রতিষ্ঠাতার ইতিহাসঃ সূফী সাধক ইসলামী চিন্তাবিদ মুফতীয়ে আজম পীরে কামেল শাহসূফী মাওলানা আবদুল গনী রাহমাতুল্লাহি আলাইহে এই মাদরাসা প্রতিষ্ঠা করেন। কলকাতা, দিল্লী, দেওবন্দ ও ফুরফুরা শরীফ গমন করে উচ্চ শিক্ষা ও আধ্যাত্মিক শিক্ষা লাভ করে দেশে ফিরে তিনি এই মাদরাসা প্রতিষ্ঠা করেন।

প্রতিষ্ঠার সন ও মাদরাসার নামকরণঃ

১৯০২ সনে তিনি সুফিয়া বাজারের দক্ষিণ-পশ্চিম কোণে অবস্থিত আফসারিয়া মাদরাসায় শিক্ষকতা শুরু করেন। তখন উহা সাধারণ উর্দু ও ফার্সী শিক্ষার প্রাথমিক মাদ্‌রাসা ছিল। মাদ্‌রাসার মুহতামিম ছিলেন মরহুম মাওলানা আবদুল মজিদ সাহেব। তিনি এসে শিক্ষকতার পাশাপাশি মাদ্‌রাসার নির্বাহী দায়িত্ব পালন করেন। তখন থেকে তাঁকে আউয়াল সাহেব হুজুর বলা হত। আফসার মাজির জায়গা হওয়ায় আফসারিয়া মাদরাসা নাম দেওয়া হয়েছিল। ১৯০৪ ইং সালে তার মুরশিদ ফুরফুরা দরবার শরীফের পীর মুফতী শাহ সূফী মাওলানা আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহি আলাইহে এখানে (সুফিয়া বাজার থেকে আধা কিলোমিটার দূরে উত্তর-পূর্ব কোণে) একটি খোলা ময়দানে মাহফিল করেন এবং মাহফিল শেষে হুজুর কেবলাকে মাদরাসার নাম পরিবর্তন করে গাজীয়ে বালাকোট শাহসূফী মাওলানা নূর মুহাম্মদ নিজামপূরী রাহমাতুল্লাহি আলাইহে এর নামানুসারে সুফিয়া নুরিয়া মাদ্রাসা নাম রাখার নির্দেশ দেন। সূফী সাহেব হুজুরের মাজার থেকে একটি নূর এই মাদ্‌রাসার প্রতি জারী হতে দেখে তাঁর নামের বরকত লাভের জন্য তিনি এ আদেশ দান করেন। অপর আর একটি নূর হুজুর কেবলার উস্তাদ মোবারকঘোনা নিবাসী মাওলানা আবদুস সোবহান সাহেব (রাঃ) এর মাজার হতে এই মাদরাসার দিকে আসতে দেখেছেন ফুরফুরার পীর সাহেব কেবলা। পীর সাহেবের নির্দেশ মত তিনি আফসারিয়া মাদ্‌রাসা নাম পরিবর্তন করে সুফিয়া নুরিয়া মাদ্‌রাসা নাম রাখেন। এই হিসেবে অত্র মাদরাসার প্রতিষ্ঠা সন ১৯০৪ খৃষ্টাব্দ । মাদ্‌রাসার নাম পরিবর্তন করার কারনে আফসার মাঝি অসন্তুষ্ঠ হন এবং চট্টগ্রাম কোটে গিয়ে মামলা করেন। তখন জনাব হাজী চুনী মিয়াজী ভূঞা (হুজুর কেবলার চাচা) তাঁকে কোর্টে যেতে বারণ করেন এবং মাদ্রাসার জন্য জমি দান করার ঘোষণা দেন। হুজুর কেবলা তাঁর জমি দান হিসেবে গ্রহণ না করে অর্থের বিনিময়ে তাঁর থেকে ক্রয় করেন এবং সুফিয়া নুরিয়া মাদ্রাসার জন্য উহা ওয়াকৃষ্ণ করেন। বর্তমানে মাদরাসাটি যেখানে অবস্থিত এই জমিটি প্রতিষ্ঠাতার ওয়াক্ফকৃত। মাদরাসার অধিকাংশ জমি তাঁর ওয়াকফকৃত। তিনি ছিলেন মাদরাসার প্রতিষ্ঠাতা মোহতামেম। মায়ানী নিবাসী হাজী শরাফত আলী সর্ব প্রথম মাদরাসা নির্মাণের জন্য দুই আনা পয়সা দান করে চির স্মরণীয় হয়ে আছেন। পরবর্তীতে আফসার মাঝি উক্ত জায়গাটি (আফসারিয়া মাদরাসার অবস্থানস্থল) সুফিয়া নুরিয়া মাদরাসার জন্য দান করেন।

Copyright © সুফিয়া নূরীয়া ফাযিল মাদ্রাসা All rights reserved | Developed by Mustafa Rahaman