অধ্যক্ষ, মোঃ রেজাউল হক নিজামী

চট্টগ্রাম জেলাধীন মীরসরাই,থানার প্রত্যন্তাঞ্চলে অবস্থিত সুফিয়া নুরিয়া ফাযিল (স্নাতক) মাদ্রাসাটি একটি আদর্শ স্থানীয় প্রতিষ্ঠান ১৯০৪ সালে প্রতিষ্ঠিত। এ প্রতিষ্ঠানটি হাটি হাটি পাঁ পাঁ করে বর্তমানে ফাযিল শ্রেনীতে উন্নিত । ইসলামের আদর্শিক ও বৈষয়িক জ্ঞানের সমন্বয়ে মুসলিম মিল্লাতের জন্য একটি সার্বজনীন ও একক জাতীয় শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের পথ রচনা করাই এ প্রতিষ্ঠানের চূড়ান্ত লক্ষ ও উদ্দেশ্য। রুপকার জন-নন্দীত কৃতি সন্তান ও প্রতিষ্ঠাতা মরহুম মাওলানা আব্দুল গণী  অসাধারন প্রজ্ঞাবলে দেশ ও জাতির সার্বিক কল্যানে বাংলাদেশে সুষ্ঠ ইসলামী জ্ঞানের ধারাকে বিকশিত করার মানসে, ইসলামী শিক্ষার মডেল হিসেবে এ প্রতিষ্ঠানের সূচনা করেন । এ মাদরাসার মাধ্যমে প্রত্যেক শিক্ষার্থী কুরআন হাদীস ও ইসলামী জ্ঞানে পারদর্শী হওয়ার সাথে সাথে আধুনিক বিশ্বের চাহিদানুযায়ী তথ্য প্রযুক্তি ও জ্ঞান-বিজ্ঞান এবং দ্বীন-দুনিয়ার সমন্বিত জ্ঞানে জ্ঞানী হয়ে দেশ ও জাতির নেতৃত্ব দিতে সক্ষম হবে। এক কথায় নৈতিক শিক্ষার বলে বলিয়ান হয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ন ছাত্র-ছাত্রীরা দেশ-বিদেশে সর্বস্তরে তাদের সততা,নিষ্ঠা ও যোগ্যতার মাধ্যমে প্রতিষ্ঠানের স্বপ্নকে বাস্তবায়ন করতে অবদান রাখবে ইনশাআল্লাহ। পরিশেষে, এ প্রতিষ্ঠানের সমৃদ্ধি ও প্রতিষ্ঠাতা ও রুপকারের আত্নার মাগফিরাত কামনা করছি ।“আমিন”

Copyright © সুফিয়া নূরীয়া ফাযিল মাদ্রাসা All rights reserved | Developed by Mustafa Rahaman