উপাধ্যক্ষ, মোহাং আবদুল হক সিরাজী

আল্হামদু লিল্লাহ রাব্বিল আলামীন। ওয়াস্ সালাতু ওয়াস্ সালামু আলা রাসুলিহিল আমীন, ওয়াআলা আলিহী ওয়া আসহাবিহী আজ্‌মায়ীন। এই প্রথমবারের মত আমাদের মাদ্রাসার ডিজিটালাইজড হওয়ার লক্ষ্যে - ওয়েব সাইট ও এডুকেশন ম্যানেজমেন্ট সফটওয়্যার সেবার আওতাভুক্ত হতে পেরেছে তার জন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমাদের এই মাদ্রাসাটি ১৯০৪ ইংরেজী সালে প্রতিষ্ঠিত হওয়ার পর কালের বিভিন্ন অধ্যায় অতিক্রম করে আমাদের প্রাণ প্রিয় প্রতিষ্ঠান 'সুফিয়া নূরীয়া ফাযিল মাদ্রাসা' এখন প্রযুক্তির ছোয়ায় আরো একধাপ এগিয়ে গেল । চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার জনগণের দোরগোড়ায় ইসলামী শিক্ষা সেবা পৌঁছে দেবার লক্ষ্যে যাবতীয় কার্যাদী সম্পাদনে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা শিক্ষাবোর্ডের অধীন সকল প্রতিষ্ঠানের তথ্য অনলাইনে প্রেরণের ব্যবস্থা নেওয়া হয়েছে জেনে আমি আনন্দিত। । প্রতিষ্ঠানটি এ এ্লাকায় শিক্ষা প্রসারে অনন্য ভূমিকা পালন করেবে আশাবাদী। উন্নত ও আলোকিত জাতি গঠনে আধুনিক শিক্ষায় শিক্ষিত দক্ষ জনগোষ্ঠী গড়ে তোলার জন্য মহান দয়িত্ব সঠিকভাবে পালন করে যাচ্ছে। আগামীতেও এই মাদরাসার সাথে সংশ্লিষ্ট বিজ্ঞ শিক্ষকমন্ডলী ও শিক্ষানুরাগী ব্যাক্তিবর্গ তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করে মাদরাসাটির সুনাম অক্ষুন্ন রাখতে সচেষ্ট থাকবেন বলে আমি আশাবাদী। আমি এই মাদরাসাটির সার্বিক সাফল্য কামনা করি এবং সংশ্লিষ্ট সকলকে জানাই আন্তরিক মোবারক বাদ। যারা এই কাজে সহযোগিতা করেছেন, তাদের সকলের প্রতি জানাই কৃতজ্ঞতা। আল্লাহ আমাদের মাদ্রাসাকে কবুল করুন এবং আমাদের নাজাতের উছিলা বানিয়ে দিন। আমীন।।

Copyright © সুফিয়া নূরীয়া ফাযিল মাদ্রাসা All rights reserved | Developed by Mustafa Rahaman